কত সপ্তাহে বাচ্চার চোখ ফোটে
কত সপ্তাহে বাচ্চার চোখ ফোটে এই সকল বিষয়গুলো অনেকেই জানে না তাই আমাদের ওয়েবসাইটে এবার আমরা আপনাদের কিছু অজানা বিষয় নিয়ে আয়োজনটি করেছি। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন পেটের মধ্যে বাচ্চাদের কত সপ্তাহে চোখ ফোটে। যখন একটি বাচ্চা গর্ভাবস্থায় থাকে তখন তার সবকিছুই তৈরি হয় আস্তে আস্তে যেমন তার হাত তৈরি হয় পা তৈরি হয় না চোখ চুল একটি স্বাভাবিক মানুষের যা যা থাকে সবকিছু কিন্তু একটি বাচ্চার পেটের মধ্যেই তৈরি হয়।
ছোট্ট একটি ভ্রূণ থেকে বাচ্চাটি আস্তে আস্তে বড় হতে থাকে এবং সে বাচ্চাটির সবকিছু অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি হতে থাকে। যখন বাচ্চাটি পরিপূর্ণ মানুষের মতো আকার ধারণ করে ঠিক তখনই তার জন্মগ্রহণের সময় হয়ে যায়। গর্ভাবস্থায় যখন একটি বাচ্চা থাকে তখন তার সবকিছুই তৈরি হয় যেমন তার চুল আস্তে আস্তে বড় হতে থাকে সে যতদিন পেটের মধ্যে থাকবে তার নখ বড় হবে হাত বড় হবে পা বড় হবে এবং সে বাচ্চাটি নিজেও বড় হবে ও তার ওজন বৃদ্ধি পাবে।
সেক্ষেত্রে অনেকেই জানার ইচ্ছা থাকে যে পেটের মধ্যে বাচ্চারা চোখ খুলে কিনা বা তাদের চোখ ফোটে কিনা পেটের মধ্যে। অনেকেই আবার ভাবে যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে তাকিয়ে থাকে তাহলে কি পেটের মধ্যে সব কিছু দেখতে পায় বা কিভাবে তারা থাকে এ সকল বিষয়ে তথ্য এবং উত্তর দিয়েছি আমরা আপনারা আমাদের ওয়েবসাইটে লিখাগুলো পড়লেই সব কিছু জানতে পারবেন সঠিক ভাবে।
একটি বাচ্চার সাধারণত ৪২ সপ্তাহের মতো পেতে থাকে এর আগে অনেকেই জন্মগ্রহণ করে আবার অনেকেই এই সময়ের মধ্যে করে ফেলে কিন্তু 42 সপ্তার পরে গেলে সে বাচ্চাদের সমস্যা হতে পারে সেজন্য এই সময়ের মধ্যে বাচ্চাদের জন্মগ্রহণ বা তুলে নেয়া হয়।
বাচ্চাদের চোখ ফোটে সাধারণত ২৭ সপ্তাহের মধ্যে গর্ভে তাদের চোখ খোলে। এই ২৭ সপ্তাহের মধ্যে তারা হয়তো কিছু কিছু দেখতে পায় না কিন্তু এই সময় তাদের চোখ পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায় এবং তারা একটি স্বাভাবিক মানুষের মতোই চোখ পায়। এরপর ৩১ সপ্তাহ থেকে একটি উজ্জ্বল আলোতে সারা দেবে গর্ভাবস্থার বাচ্চারা। ৩১ সপ্তাহের পর থেকে তারা হালকা হালকা কিছু আলো দেখতে পাবে বা তাদের চোখে আলোক রশ্মি পড়ার ধারণ ক্ষমতাটা তৈরি হবে।
তারা যে কোনো আলো দেখলে সেটার দিকে তাকিয়ে থাকা বা সেটাতে সাড়া দেয়ার চেষ্টা করবে বা চেষ্টা করার ক্ষমতা অর্জন করবে। জন্মের আগে আপনার শিশুর দেশটি অস্পষ্ট কিন্তু এমনকি জরায়ু তেও আপনার শিশু বস্তুর ওপর ফোকাস করতে পারে। ৩১ সপ্তাহ পর থেকে যত দিন যেতে শুরু করবে ততদিনে আপনার বাচ্চা আস্তে আস্তে সব কিছু দেখবে বা বোঝার চেষ্টা করবে এবং প্রত্যেকটা আলোর মতো বস্তুকে ফোকাস করার চেষ্টা করবে।
জরায়ুতে যেকোনো বস্তুর ওপর ফোকাস করার চেষ্টা করবে। এরপরে বাচ্চারা আস্তে আস্তে কোন বস্তুর ওপর নজর রাখতে পারে এবং একটি রং দেখতে পারে সেটা হল লাল তারা যা কিছু দেখবে বা ফোকাস করার চেষ্টা করবে সবকিছুই লালাকার হবে এবং লাল ভাবে তারা চিনতে শুরু করবে।
এরপরে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করে তখন সে বাচ্চাটি সবকিছুই দেখতে পারে কারণ পেটের মধ্যে থেকেই তার কিছু ধারনা হয়েছে বা সে ওস্পষ্ট হালকা লাল এর মত রশির মতো সবকিছু দেখতে পেয়েছে বা বুঝতে পেরেছে জরায়ু দিয়ে। তাই বলা যায় যে 31 সপ্তাহের মধ্যে বাচার চোখ ফোটে এবং বাচ্চা হালকা কিছু আলোক দৃষ্টি অস্পষ্ট ভাবে অনুভব করতে পারে বা ফোকাস করতে পারে।
আপনারা যারা এমন কিছু জানতে চেয়েছেন তারা আমাদের এখান থেকে এই সকল তথ্যগুলো পেয়ে অনেক বেশি উপকৃত হবেন কারণ পেটের মধ্যে বাচ্চাদের কি হয় না হয় অনেকেই জানেনা সবাই ভাবে যে স্বাভাবিকভাবেই হয়তো বাচ্চা বেড়ে ওঠে হ্যাঁ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে কিন্তু কিছু নিয়ম রয়েছে। পেটের মধ্যে বাচ্চারা যে স্টেপ বাই স্টেপ ভাবে বড় হয় বের হওয়ার পরেও তারা সেভাবে বড় হতে থাকে।