চা পাতা দিয়ে চুল কালো করার উপায়

চা পাতা দিয়ে চুল কালো করার উপায় যারা জানতে চেয়েছেন তারা আমাদের এই লেখাগুলো পড়ুন তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে চা পাতা দিয়ে চুল কালো করতে হয়। কালো চুল অনেকের পছন্দ করে এবং অনেকেই চেষ্টা করে ঘরোয়া উপায়ে কিভাবে কালো চুল করা যায় সে ক্ষেত্রে চা পাতা কিন্তু আপনাদের চুলের জন্য অনেক বেশি উপকারী একটি জিনিস।

চা পাতা দিয়ে আপনি চুল কালো করতে পারবেন আবার চা পাতা দিয়ে আপনি চুলে অন্য কোন কালারও নিয়ে আসতে পারবেন একটা সিল্কি সিল্কি ভাব হয়ে যাবে যদি আপনি নিয়মিত চা পাতা চুলে ব্যবহার করতে পারেন। প্রায় প্রতিদিনই আমরা চা খাই অনেক সময় আমরা বাইরে যা খাই আবার অনেক সময় আমরা বাড়িতে বসে চা খাই সেক্ষেত্রে যখন আমরা বাড়িতে বসে চা খাই। যখন আমরা বাড়িতে চা খাই তখন কিন্তু সেখানে অনেক বেশি চা পাতা থেকে যায় আর এই চা পাতাগুলো আমরা ফেলে দেই সেগুলো কোন ব্যবহার করিনা বা কোন কাজে লাগায় না।

কিন্তু আমরা আজকে আপনাদের যে ধরনের উপাগুলো বলবো বা টিপসগুলো দিব সেগুলো জানলে আপনারা আর কখনোই চা পাতা ফেলে দেবেন না সেটার ব্যবহার করতে শুরু করবেন। চা পাতা দিয়ে চুল কালো করার কিছু উপায় রয়েছে যেমন আপনি যখন চা খাবেন চা খাওয়ার পরে সে চা পাতাটা আপনি রেখে দিবেন এবং সেটা আপনি ব্লেন্ডার এ ব্লেন্ড করে নিবেন তাহলে দেখবেন যে সেখানে অনেকটা নরম নরম একটি ভাব চলে এসেছে তখন আপনি সে চা পাতার সাথে অ্যালোভেরা মিক্স করে আবার ব্লেন্ড করবেন।

চা পাতা এলোভেরা এবং ডিমের সাদা অংশ একসঙ্গে দিয়ে যখন আপনি চুলের রেগুলার প্যাক তৈরি করে দিতে শুরু করবেন তখন দেখবেন যে আপনার চুল কতটা কালো হয়েছে। এটা চুলের জন্য মোটামুটি উপকারী রয়েছে কারণ অনেকে আছে যারা কালো চুল পছন্দ করে এবং অনেকে রয়েছে যাদের লম্বা চুল অনেক বেশি ভালো থাকে যখন আপনি চা পাতা রেগুলার দিতে থাকবেন তখন কিন্তু আপনার চুল কালো হবে সাথে সাথে লম্বা হবে ও নরম হবে।

এছাড়া যদি আপনি অ্যালোভেরা বা ডিম না দেন তাহলে কিন্তু শুধু চা পাতা আপনি চুলে দিতে পারেন যদি আপনি শুধু চা পাতা চুলে দেন তাহলে সেটা কাজে করবে সে ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো রেগুলার তৈরি করতে পারেন এবং রেগুলারই দিতে পারেন কারণ চা আপাতত সব সময় সবারই বাসায় থাকে। এছাড়া আপনারা চাইলে চা পাতা সহ কালোকেশী দুইটা মিক্স করতে পারেন এবং এই দুইটা মিলে যখন একটি প্যাক তৈরি হবে তখন সেটা আপনি রেগুলার চুলে লাগাতে পারেন।

অনেক সময় অনেক মানুষ ব্যস্ততার কারণে রেগুলার চুলের যত্ন করতে পারে না কিন্তু সে ক্ষেত্রে যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু চুলের যত্ন হয়ে যায় যেমন আপনি শ্যাম্পু করতে চাইবেন বা সপ্তাহে যদি দুই দিনও শ্যাম্পু করেন শ্যাম্পু করার আগে দিয়ে যদি আপনি এ ধরনের হেয়ার ব্যাগ তুলে লাগান তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই চুলটা তার পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেয়ে যায়।

আপনি চাইলে চা পাতার সাথে ভিটামিন এ ক্যাপসুলও মেশ করতে পারেন কারণ সেটা চুলের জন্য অনেক বেশি উপকারী এভাবে কিন্তু চুল ঠিক ঠাক থাকে এবং একটু যত্ন নিলেই বা চুলের কেয়ার করলে চুল ভালো হয় এবং চুল ওঠাও কমে যায়। সে ক্ষেত্রে আপনারা অবশ্য বুঝতে পেরেছেন যে চা পাতা দিয়ে কিভাবে চুল কালো করবেন কারণ চা পাতার যে রংটা রয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর একটি রং আর যখন সেটা আপনি তুলে দিবেন এবং কয়েক ঘন্টা রাখবেন তখন সেই রংটা আপনার চলে চলে যাবে এবং আপনার চুলকালো হয়ে যাবে।

আশা করছি এই টিপস গুলো আপনাদের ভাল লেগেছে এবং আপনারা নিয়মিত এটা ফলো করার চেষ্টা করবেন আপনারা যারা কালো চুল পছন্দ করেন কিন্তু কালি কড়া পছন্দ করেন না তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এটা ট্রাই করলে আপনাদের চুলে কোন ক্ষতি হবে না বরংচ আপনাদের চুল আরো সুন্দর হবে এবং আপনার মন মত কালো হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *