সর্দির সাথে রক্ত আসার কারন কি
সর্দির সাথে রক্ত আসার কারন রয়েছে আপনারা যারা দীর্ঘদিন থেকে এমন সমস্যা রয়েছেন তারা অবশ্যই আমাদের এই লেখাগুলো মনোযোগ সহকারে পড়ুন তাহলে বুঝতে পারবেন কেন আপনাদের সর্দির সাথে রক্ত আসে। সর্দি সাধারণত বেশিরভাগ সময়ে শীতে হয় সে সময় কিন্তু বাতাসের আদ্রতা অনেকটা কম থাকে যার ফলে নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
আর যখন নাক দিয়ে রক্ত আসতে পারে না বা নাকে সর্দি থাকে তখন সেই রক্তটা সর্দির সাথে মিশে যায় এবং সর্দির সাথে রক্ত বের হয়। এছাড়াও আরো কিছু কারণ রয়েছে যেগুলো আপনাদের জেনে রাখা অনেক বেশি প্রয়োজন কারণ শীতের সময় যখন আপনাদের সর্দির সাথে রক্ত বের হবে তখন যদি আপনার এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য না করেন তাহলে কিন্তু আপনাদের অন্য রকম ভাবে আরও অসুস্থতা শুরু হতে পারে।
অনেক সময় এ ধরনের সমস্যা থাকা মানুষ ডাক্তারের কাছে যেতে চায় না বা এটাকে অত বেশি গুরুত্ব দেয় না। শীতের সময় বেশিরভাগ মানুষেরই সর্দি হয় আর যাদের একেবারেই বেশি সমস্যা হয় তাদের নসিকাগন্থী অনেকটা পাতলা হয় সেজন্য শীতের যখন বাতাসের আদ্রতা কমে যায় তখন নাক থেকে রক্ত পড়তে থাকে। এছাড়াও শীতের সময় মানুষের কোথাও আঘাত লাগলে সহজে সেটা বোঝা যায় না কিভাবে আঘাত লাগলো এবং কোথায় লাগলো ব্যথাটা অনেক পরে অনুভব করা যায়।
আর যদি আপনাদের নাকে আঘাত লেগে থাকে সেটা আপনারা বুঝতে পারেন না কারণ ব্যথাটা কম লাগে আর পরে যখন আপনাদের সর্দির সাথে রক্ত বের হয়ে আসে তখন আপনারা ভাবেন হয়তো ভেতর থেকে রক্ত আসছে। এছাড়াও যাদের অন্য কোন সমস্যা রয়েছে যেমন ক্যান্সার বা অন্য ধরনের ভেতরের কোনো প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু নাক দিয়ে রক্ত আসতে পারে। অনেক সময় শীতের সময় মানুষের সর্দি লাগে এবং সর্দি পরিষ্কার করার জন্য নাকি অনেক প্রেসার দেয় সে সময় কিন্তু নাকের নাশিকা গ্রন্থী ফেটে যায় এবং সেখান থেকে রক্ত আসা সম্ভাবনা থাকে।
সেজন্য আপনাদের এ সকল বিষয়গুলোর উপর একটু গুরুত্ব দিতে হবে এবং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা সাবধানে থাকবেন। যে সকল মানুষের এলার্জি রয়েছে যাদের ঠান্ডা এলার্জি তাদের কিন্তু শীতের সময় এই সমস্যাটা অতিরিক্ত হয় কারণ তাদের অল্প একটু ঠান্ডা লাগার সাথে সাথেই তাদের নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। আবার ধুলাবালিতে এলার্জি থাকলে একটু ময়লার মধ্যে গেলেই এ সকল মানুষদের অনেক ঠান্ডা লাগে এবং হাতি শুরু হয় এটার মাধ্যমে যখন নাসিকা গ্রন্থিতে টান লাগে তখনই নাক দিয়ে রক্ত পড়তে থাকে এবং সেটা সর্দির সাথে বের হয়ে আসে।
এ বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং এনার্জি থাকলে অবশ্যই আপনাকে শীতের সময় আরও গুরুত্ব দিতে হবে এবং যে সকল কাজগুলোতে অ্যালার্জি হয় সে সকল কাজ থেকে দূরে থাকতে হবে তাহলে দেখবেন যে নাক দিয়ে রক্ত পড়াটা অনেকটা কমেছে। নাকি সর্দি থাকলে নাকে বেশি চাপ দেয়া যাবে না এতে করে আপনারা ব্যথাটা অনুভব করতে পারবেন না কিন্তু নাকে রক্ত বের হয়ে যাবে।
নিজেদের ভালোর জন্য এ সকল বিষয়গুলো জেনে রাখা অনেক প্রয়োজন অনেক মানুষ আছে যারা এ বিষয়গুলো একেবারে জানতে চায় না বা অন্য কাউকে জিজ্ঞাসা করে না আবার কিছু কিছু মানুষ আছে যারা এই ছোট সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যেতে চায় না। যে সকল মানুষদের নাসিকা গ্রন্থিতে সমস্যা রয়েছে তারা যদি ডাক্তারের কাছে না যায় তাহলে কিন্তু প্রতি শীতে তাদের এমন সময় কষ্ট করতে হবে।
আবার তারা নিচের দিকে তাকে কোন কাজ করতে পারবে না এতে করেও তাদের নাক দিয়ে রক্ত বের হতে থাকবে। এটা অনেক বড় একটি সমস্যা সেজন্য সময় থাকতে আপনাদের চিকিৎসা নিতে হবে না হলে আপনার প্রতি শীতে ভালোমতো কোন কাজ করতে পারবেন না এবং অনেকটা কষ্টের মধ্যে পড়ে থাকবেন। তাই সুস্থ হলে এ বিষয়গুলো জানতে হবে এবং মানতে হবে।